Author: সগীর খান
সহকারী শিক্ষক, রাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কার্যনির্বাহী পরিষদ সদস্য, এফওএসএস বাংলাদেশ - এফওএসএস বাংলাদেশের সাথে যুক্ত আছি ২০১২ সাল থেকে। মুক্ত প্রযুক্তির সাথে যুক্ত আছি ২০১০ সাল থেকে। - একজন শারীরিক প্রতিবন্ধি ব্যক্তি। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আগ্রহটা মনে হয় রক্তে মিশে আছে। তাই নিজের খেয়ে বনের মোষ তাড়াতে ভাঙ্গা শরীর নিয়েও দৌঁড়ে বেড়াই।